
প্রকাশিত: Sat, Dec 10, 2022 4:41 PM আপডেট: Tue, Apr 29, 2025 2:31 AM
আজ সংসদ থেকে পদত্যাগ করবেন বিএনপির এমপিরা
সালেহ্ বিপ্লব, মহসীন কবির: রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশে কর্মসূচী ঘোষণা করেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সংসদ বিলুপ্তি, সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ১০ দফার পাশাপাশি দুদিনের কর্মসূচীও ঘোষণা করা হয়েছে। নেতাকর্মীদের মুক্তির দাবিতে ১৩ ডিসেম্বর সব বিভাগ, জেলা ও উপজেলায় গণমিছিল হবে। ১০ দফা বাস্তবায়নের দাবিতে ২৪ ডিসেম্বর বিভাগীয় শহর ও জেলায় গণমিছিল হবে।
গোলাপবাগের এই সমাবেশের মধ্যদিয়ে বিএনপির চলমান আন্দোলনের দ্বিতীয় ধাপ শেষ হলো। প্রথম ধাপে ছিলো রাজধানীর ১৬টি জোনে সমাবেশ। দ্বিতীয় ধাপ ছিলো বিভাগীয় গণসমাবেশ, ১২ অক্টোবর চট্টগ্রাম থেকে শুরু হয়। এরপর একে একে আরো ৯টি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা ছাড়া আর সব সমাবেশেই পরিবহন ধর্মঘট, পুলিশের বাধা, প্রতিপক্ষের হামলা-মামলার শিকার হয়েছেন বিএনপি নেতাকর্মীরা। সর্বশেষ ঢাকার সমাবেশ নিয়েও বহু নাটকীয়তা হয়েছে, বিশেষ করে সমাবেশের স্থান নিয়ে। অবশেষে পুলিশের সঙ্গে সমঝোতা হলে গোলাপবাগে এই সমাবেশ করে বিএনপি।
শুক্রবার বিকেলে সমাবেশের স্থান চূড়ান্ত হওয়ার সঙ্গে সঙ্গে বিএনপি নেতাকর্মীরা স্রোতের মতো হাজির হন গোলাপবাগ মাঠে। ঢাকার বাইরে থেকে আসা নেতাকর্মীরা মাঠেই রাত কাটিয়েছেন। বেলা এগারোটায় সমাবেশ শুরুর আগেই মাঠ ছাড়িয়ে রাজপথে ছড়িয়ে যায় নেতাকর্মীদের অবস্থান। সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানের পাশাপাশি তারা বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।
সমাবেশে ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, গয়েশ^র চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু ও সেলিমা রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।
বিএনপির ১০ দফা:
১. বর্তমান জাতীয় সংসদ বিলুপ্ত করে ক্ষমতাসীন সরকারকে পদত্যাগ করতে হবে।
২. ১৯৯৬ সালে সংবিধানে সংযোজিত ধারা ৫৮-খ, গ ও ঘ’-এর আলোকে একটি দল নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার/অন্তর্র্বতীকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন।
৩. নির্বাচনকালীন দল নিরপেক্ষ সরকার/অন্তর্বর্তীকালীন তত্ত্ববধায়ক সরকার বর্তমান অবৈধ নির্বাচন কমিশন বাতিল করে সবার কাছে গ্রহণযোগ্য একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন, উক্ত নির্বাচন কমিশন অবাধ নির্বাচনের অনিবার্য পূর্বশর্ত হিসাবে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে আরপিও সংশোধন, ইভিএম পদ্ধতি বাতিল ও পেপার ব্যালটের মাধ্যমে ভোটের ব্যবস্থা করা এবং স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার বাতিল করা।
৪. খালেদা জিয়াসহ সব বিরোধীদলীয় নেতা-কর্মী, সাংবাদিক এবং আলেমদের সাজা বাতিল, সব মিথ্যা মামলা প্রত্যাহার ও রাজনৈতিক কারাবন্দীদের অনতিবিলম্বে মুক্তি, দেশে সভা, সমাবেশ ও মত প্রকাশে কোনো বাধা সৃষ্টি না করা, সব দলকে স্বাধীনভাবে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচি পালনে প্রশাসন ও সরকারি দলের কোনো ধরনের হস্তক্ষেপ বা বাধা সৃষ্টি না করা, স্বৈরাচারী কায়দায় বিরোধী কণ্ঠস্বরকে স্তব্ধ করার লক্ষ্যে নতুন কোনো মামলা ও বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেফতার না করা।
৫. ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এবং বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪সহ মৌলিক মানবাধিকার হরণকারী সব কালা-কানুন বাতিল করা।
৬. বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস ও পানিসহ জনসেবা খাতের মূল্যবৃদ্ধির গণবিরোধী সরকারি সিদ্ধান্ত বাতিল।
৭. নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারকে সিন্ডিকেট মুক্ত করা।
৮. গত ১৫ বছর ধরে বিদেশে অর্থ পাচার, ব্যাংকিং ও আর্থিক খাত, বিদ্যুৎ-জ্বালানি খাত ও শেয়ার বাজারসহ রাষ্ট্রীয় সব ক্ষেত্রে সংঘটিত দুর্নীতি চিহ্নিত করতে একটি কমিশন গঠন/দুর্নীতি চিহ্নিত করে অতি দ্রুত যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ।
৯. গত ১৫ বছরে গুমের শিকার সব নাগরিককে উদ্ধার এবং বিচারবহির্ভূত হত্যা ও রাষ্ট্রীয় নির্যাতনের প্রতিটি ঘটনার দ্রুত বিচারের ব্যবস্থা করে যথাযথ শাস্তি নিশ্চিত, ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর, উপাসনালয় ভাঙচুর এবং সম্পত্তি দখলের জন্য দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা করা।
১০. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও বিচার বিভাগকে সরকারি হস্তক্ষেপ পরিহার করে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া।
আজ ৭ এমপির পদত্যাগ
মহসীন কবির: ঢাকা বিভাগীয় গণসমাবেশের মঞ্চে দাঁড়িয়ে সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন একাদশ জাতীয় সংসদে থাকা বিএনপির ৭ এমপি। দুপুর ১টা ২০ মিনিটের পর থেকে তারা ধারাবাহিকভাবে বক্তব্য দিয়ে পদত্যাগের ঘোষণা দেন।
বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, এই জনসভায় আমি একটা সিদ্ধান্তের ঘোষণা দিতে চাই। আমরা সাতজন এমপি আছি। শুক্রবার স্ট্যান্ডিং কমিটিতে আমাদের নেতা তারেক রহমানের সভাপতিত্বে সিদ্ধান্ত হয়েছে, বিশাল এই জনসমুদ্রকে সাক্ষী রেখে আমরা এই সংসদ থেকে পদত্যাগের ঘোষণা করতে চাই।
ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, আমরা এরই মধ্যে আমাদের পদত্যাগপত্র মেইলে পাঠিয়ে দিয়েছি। শনিবার ছুটির দিন। রোববার আমরা স্পিকারের কাছে সই করা পদত্যাগপত্র জমা দেবো।
একাদশ জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্যরা হলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুনুর রশীদ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া-৬ গোলাম মোহাম্মদ সিরাজ এবং ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। সম্পাদনা: খালিদ আহমেদ
আরও সংবাদ
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
[১]জামায়াত নিষিদ্ধ নিয়ে মির্জা ফখরুল বললেন, স্বৈরাচার সরকাররা এ ধরনের সিদ্ধান্ত নেয়

[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন

[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের

[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের

[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল

[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
